সর্বশেষ

জাতীয়

আব্দুর রাজ্জাক স্কুল সংস্থা কর্তৃক পরিচালনার অনুমোদন দিলো ঢাকা শিক্ষা বোর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা
স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বাড্ডা থানা এলাকার বনশ্রীতে অবস্থিত স্বনামখ্যাত আব্দুর রাজ্জাক স্কুল সংস্থা কর্তৃক বিদ্যালয় পরিচালনার অনুমোদন প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এরইমধ্যে এটি পরিচালনার জন্য "Arma Welfare Society" (নিবন্ধন নং-এস ৬২৯৭(৫৪২)/০৭) অনুমোদন লাভ করেছে।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে গত ২৪ মার্চ ঢাশিবো/বি/৪৫০/ঢাকা ৩০০ স্মারকপত্রে প্রদানকৃত অনুমতিপত্রে স্বাক্ষর করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর কাজী ফয়জুর রহমান।

এছাড়া শিক্ষা বোর্ডের এই নির্দেশনা কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের দখল জটিলতা নিরসনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। পূর্বে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনে অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগ পাওয়া যেত।

আব্দুর রাজ্জাক স্কুলের প্রধান শিক্ষকের ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের আবেদনের প্রেক্ষিতে, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অনুমতি প্রদান করেন। বিশেষজ্ঞদের আশা, এই অনুমোদনের মাধ্যমে বিদ্যালয়ের শৈক্ষিকমান ও ব্যবস্থাপনার প্রভূত উন্নতি ঘটবে।

এছাড়াও, আব্দুর রাজ্জাক স্কুলের জন্য ৬৩(১) ধারায় ম্যানেজিং কমিটি গঠনের অনুমোদন প্রদান করা হয়েছে, যা গত ২০ এপ্রিল ২০২৫ থেকে আগামী ২ বছরের জন্য কার্যকর থাকবে।

কমিটি গঠনের প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন স্কুলের সংস্থা প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃত্ব ও শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক। এছাড়া এতে সদস্য হিসেবে রয়েছেন অভিজ্ঞ শিক্ষক, অভিভাবক এবং শিক্ষানুরাগীরা।

২০/০৪/২০২৫ তারিখে বোর্ডের বিদ্যালয় শাখা থেকে প্রেরিত ও বিদ্যালয় পরিদর্শক প্রফেসর কাজী ফয়েজুর রহমান সাক্ষরিত পত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে ABDUR RAZZAQUE SCHOOL-এ কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং- ৭৩-আইন/২০২৪-এর ৬৩(১) ধারায় নিম্নবর্ণিত সদস্যবর্গের সমন্বয়ে গঠিত ম্যানেজিং কমিটি ২০-০৪-২০২৫ তারিখ থেকে ২ (দুই) বছরের জন্য অনুমোদন দেয়া হলো।

ম্যানেজিং কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যবৃন্দ হচ্ছেনঃ
সভাপতি: আব্দুর রাজ্জাক
সাধারণ শিক্ষক সদস্য কাজী আফরোজা বেগম ও মো. মাজহারুল ইসলাম
অভিভাবক সদস্য: মোহা. ইলিয়াস হোসেন, মো. সুলতান আহম্মদ ও মাহমুদুল হাসান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য: সানজিদা সুলতানা
শিক্ষানুরাগী সদস্য: এমিরেটাস প্রফেসর ড. মো. আফজাল হোসেন
সদস্য সচিব: বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিদা সুলতানা।


ঢাকা শিক্ষা বোর্ডের এই উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালানাকারীদের জন্য একটি নতুন যুগের সূচনা করবে, যেখানে শিক্ষা ব্যবস্থাপনা ও কার্যপ্রণালী আরও উন্নততর হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আশা, নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে নিরলস কাজ করবেন। এই উন্নয়ন কার্যক্রম বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ঢাকা শিক্ষা বোর্ডের এই পদক্ষেপ অন্যান্য শিক্ষা বোর্ডগুলোকেও কমিটি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে উৎসাহিত করবে বলে মনে করছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রিহ্যাবের পরিচালক আব্দুর রাজ্জাক।

উচ্ছাস প্রকাশ করে তিনি বলেন, কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করা যায়। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি।

এদিকে, বিষয়টি অবগতি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, ঢাকা, জেলা শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটির সভাপতি এবং শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ সিদ্ধান্তের অনুলিপি প্রদান করা হয়েছে।

আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ পরিচিতিঃ
নাম: আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড
অবস্থান:বনশ্রী, রামপুরা, ঢাকা

লক্ষ্য-উদ্দেশ্য: সৎ ও দক্ষ নাগরিক গঠন করা।

বৈশিষ্ট্য: আধুনিক শিক্ষার সমন্বয়, পরিকল্পিত ও যুগোপযোগী ব্যবস্থাপনা।


শিক্ষাই জাতির মেরুদন্ড কোনো জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রয়োজন যুগোপযোগী পাঠ্যক্রম, উপযুক্ত পরিবেশ, সুনিবিড় তত্ত্বাবধান এবং সুপরিকল্পিত শিক্ষা পদ্ধতি। এই লক্ষ্যকে সামনে রেখেই আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ২০০৮ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের ডিসেম্বরে সুনামের সঙ্গে ১৬ বছর পূর্ণ করে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন