ভ্যাঙ্কুভারে লাপু লাপু উৎসবে গাড়ি হামলা, বহু হতাহতের আশঙ্কা

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো কমিউনিটির লাপু লাপু ডে উদযাপনের সময় জনতার ভিড়ের মধ্যে একটি গাড়ি উঠে গেলে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার স্থানীয় সময় রাত ৮টার পর ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটের মোড়ে এ ঘটনা ঘটে। উৎসবটি দক্ষিণ ভ্যাঙ্কুভারের সানসেট এলাকায় অনুষ্ঠিত হচ্ছিল।
ভ্যাঙ্কুভার পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, গাড়িচালককে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন।
ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, “লাপু লাপু ডে-তে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রইল, বিশেষ করে ফিলিপিনো সম্প্রদায়ের পাশে আমরা রয়েছি।”
কানাডার নিউ ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য ডন ডেভিস একে “ভয়াবহ হামলা” বলে উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনার কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, লাপু লাপু ডে ব্লক পার্টি হলো একটি বার্ষিক স্ট্রিট ফেস্টিভাল, যা ফিলিপিনো জাতির বীর দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়। ২০২৩ সাল থেকে ব্রিটিশ কলম্বিয়ায় ২৭ এপ্রিল দিনটি আনুষ্ঠানিকভাবে ‘লাপু লাপু ডে’ হিসেবে পালন করা হচ্ছে।
ঘটনাস্থলের বেশ কিছু ভয়াবহ ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ এখনও হতাহতের চূড়ান্ত সংখ্যা জানায়নি।
১০৭ বার পড়া হয়েছে