সর্বশেষ

অপরাধ

পটুয়াখালীর দুমকিতে দলবেঁধে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর দুমকিতে সম্প্রতি ঘটে যাওয়া একটি ধর্ষণকাণ্ডের শিকার ১৪ বছর বয়সী কিশোরী শনিবার রাতে ঢাকায় আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ।

ঢাকার আদাবর থানার ওসি এস এম জাকারিয়া জানান, “মেয়েটি রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রাত ১২টার দিকে আমাদের জানানো হয়েছে।” নিহত কিশোরীর বাবা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রাণ হারান এবং গত মার্চে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় ধর্ষণের শিকার হন।

ধর্ষণের ঘটনায় কিশোরী ২০ মার্চ দুজনকে আসামি করে মামলা করেন। মামলার প্রধান আসামি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শাকিব মুন্সি (১৯) এবং অন্যজন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র (১৭)। ঘটনার পরদিন শাকিবকে গ্রেপ্তার করা হয়।

কিশোরীর বাবা ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুর এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন এবং ১০ দিন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পুলিশ জানায়, বাবার কবর জিয়ারত করার পর কিশোরী বিভিন্ন বাড়ি যাওয়ার পথে আসামিরা তার পিছু নেয় এবং রাস্তার পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তারা।

সংবাদ পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে কিশোরীর আত্মীয়-স্বজনরা ভিড় করেন। নিহতের চাচাতো ভাই জানান, ধর্ষণের পর কিশোরী মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং বিচার হবে কিনা তা নিয়ে উদ্বেগের মধ্যে ছিল।

এ ঘটনার বিরুদ্ধে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতারা বিচার দাবি করে বিবৃতি প্রদান করলেও, এই দুঃখজনক ঘটনা জাতীয় সমাজে একটি বড় প্রশ্ন তুলে ধরছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন