পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত ১৭

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৩:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিনটি ভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল সংঘর্ষে দুই সেনাসদস্যসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।
শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, করাক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ অভিযানে অন্তত আটজন সন্ত্রাসী নিহত হয়।
এছাড়া উত্তর ওয়াজিরিস্তানে চালানো আরেক অভিযানে চারজন এবং দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জ্যাম এলাকায় আরও তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সামরিক বাহিনী। এসব অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
তবে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনাসদস্য নিহত হওয়ার ঘটনাও নিশ্চিত করেছে আইএসপিআর।
দেশটির শীর্ষ সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, সম্প্রতি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানসহ সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিরাপত্তা বাহিনী প্রায় প্রতিদিনই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে সন্ত্রাসী হামলার সংখ্যা ডিসেম্বর মাসের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, আফগান সীমান্তবর্তী অঞ্চলে তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর তৎপরতা বাড়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
১১২ বার পড়া হয়েছে