সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের শাহিদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের হরমুজগান প্রদেশে অবস্থিত দেশের সবচেয়ে বড় এবং আধুনিক সামুদ্রিক বন্দর শাহিদ রাজাই-তে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ৭৫০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বন্দরনগরী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত এই বন্দরে কনটেইনারে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের পরপরই আশঙ্কা তৈরি হয় এটি কোনো নাশকতা হতে পারে। তবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র হোসেন জাফারি জানান, নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, একটি কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে এবং ঘটনাটি নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে।

জাফারি আরও জানান, আগুনের তীব্রতা এবং ছড়ানোর গতি এতটাই ছিল যে বিস্ফোরণ ৫০ কিলোমিটার দূর থেকেও অনুভব করা গেছে। বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, একটি ছোট আগুন থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়, যা পরে কনটেইনারে থাকা দাহ্য ও রাসায়নিক পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা সালফারের গন্ধ পাওয়ার কথা জানিয়েছেন, তবে বিস্ফোরিত কনটেইনারে কী ছিল, তা এখনও নিশ্চিত নয়।

বন্দরের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।

বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এদিকে, আহতদের হরমুজগানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন