সর্বশেষ

আন্তর্জাতিক

ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরের ঝিলাম নদীতে হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তানশাসিত অঞ্চলের মুজাফ্ফরাবাদে দেখা দিয়েছে মাঝারি মাত্রার বন্যা।

শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

মুজাফফরাবাদ জেলার প্রশাসনের এক মুখপাত্র জানান, ভারত হঠাৎ করেই ঝিলাম নদীতে স্বাভাবিকের তুলনায় বেশি পানি ছেড়েছে। এতে নদীর পানিপ্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ঝিলাম নদী ভারতের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তির আওতায় থাকা একটি উপনদী। সম্প্রতি ভারত ওই চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পরদিনই নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়।

ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে সিন্ধুর পানি সম্পূর্ণভাবে আটকে দেওয়ার মতো অবকাঠামো না থাকলেও, সেই লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের পক্ষ থেকেও। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেন, "সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় বইবে ভারতীয়দের রক্ত।"

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এ ধরনের উত্তেজনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন