সর্বশেষ

সারাদেশ

দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশি যুবক

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার হওয়া সাত বাংলাদেশি যুবককে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলেন: যশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামের রবিউল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফয়সাল, বরিশালের কলাবাড়িয়ার মিন্টু বড়ই, মাদারীপুর সদর উপজেলার আয়নাল মাতুব্বর, শরীয়তপুরের দক্ষিণ বিলাসখান গ্রামের রিপন খলিফা, নড়াইলের কালিয়ার শহিদুল শেখ এবং যশোরের চালতেবাড়িয়ার আলামিন হোসেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ জানান, আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের আইনগত সহায়তা প্রদান করবে।

সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন জানান, এরা সবাই ভালো চাকরির আশায় দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। পরে ভারতীয় মানবাধিকার সংস্থার সহায়তায় তাদের মুক্ত করে সেল্টার হোমে রাখা হয়। দুই দেশের সম্মতিতে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন