সর্বশেষ

সারাদেশ

খানমরিচ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চন্ডিপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রথমে একটি বিক্ষোভ মিছিল চন্ডিপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু, ইউপি সদস্য বেল্লাল হোসেন (১ নম্বর ওয়ার্ড), গোলাম কিবরিয়া (৪ নম্বর ওয়ার্ড), আবু সাঈদ (৬ নম্বর ওয়ার্ড), সংরক্ষিত নারী সদস্য জাহানারা খাতুন, বৃদ্ধ মরিচ গ্রামের হাবিবুর রহমান, খানমরিচ গ্রামের আরিফুল ইসলাম ও দাসবেলাই গ্রামের নুর ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, চলতি অর্থবছরে খানমরিচ ইউনিয়নে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় যে উন্নয়নকাজ হয়েছে, তা নজিরবিহীন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হলেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। দু'একজন সাংবাদিককে ভুল তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করানো হয়েছে। বক্তারা এসব মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকল্পের কাজ সরেজমিনে তদন্তের দাবি জানান।

ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু বলেন, “খানমরিচ ইউনিয়নে অনেক দুর্গম ও উন্নয়নবঞ্চিত গ্রাম রয়েছে। দীর্ঘদিন সেসব এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হওয়ার পর সেই সব এলাকায় রাস্তা নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ শুরু করি। এমনকি এমন জায়গায় কাজ করেছি, যেখানে লাশ বা রোগী বহনের মতো রাস্তাও ছিল না। অথচ কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে কোনো কাজ না করেই অর্থ উত্তোলন করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি চাই, প্রশাসন এসে সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করুক।”

তিনি আরও বলেন, “অপপ্রচারের বিরুদ্ধে আজ সাধারণ মানুষ নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন