সর্বশেষ

আন্তর্জাতিক

শেষকৃত্যে অংশ নিলেন ড. ইউনূস, বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ এপ্রিল) আয়োজিত এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, ভ্যাটিকানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছানোর সময় ড. ইউনূসকে স্বাগত জানান। পোপের মরদেহ যেখানে শায়িত ছিল, সেখানে ড. ইউনূস কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দুই ঘণ্টাব্যাপী এই রাষ্ট্রীয় শেষকৃত্য আয়োজনে তিনি অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় করা অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফিনল্যান্ড, কেনিয়া, মন্টেনেগ্রো, ইকুয়েডর, পূর্ব তিমুর, আইসল্যান্ড, পর্তুগাল ও হন্ডুরাসের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানি, মোনাকো, নরওয়ে ও লিচেনস্টাইনের যুবরাজ-যুবরাজ্ঞীগণ, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারির সঙ্গেও ড. ইউনূসের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন