পিএসসি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের রেল অবরোধ, ট্রেন বন্ধ এক ঘণ্টা

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
পিএসসি সংস্কারসহ তিন দফা দাবিতে ঢাকায় আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ঘটনায় ময়মনসিংহে ঢাকার পথে ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ শহরের জব্বার মোড়ে রেললাইন অবরোধ করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেনটি সেখানে থেমে যায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হক খান গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেওয়ার ফলে ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। রাত ১০টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, পিএসসি সংস্কার, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করা এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের তিন শিক্ষার্থী। তাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানাতেই কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।
১২০ বার পড়া হয়েছে