সর্বশেষ

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হলো রোমের সান্তা মারিয়া মাজোরে গির্জায়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে শনিবার ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক সান্তা মারিয়া মাজোরে ব্যাসিলিকায় সমাহিত করা হয়েছে।

মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী এই গির্জাই হয়েছে তার চূড়ান্ত বিশ্রামস্থল।

ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়, শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো। এই অন্ত্যেষ্টিক্রিয়া ছিল একান্ত এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে অনুষ্ঠিত।

৮৮ বছর বয়সী এই আর্জেন্টাইন পোপ সম্প্রতি স্ট্রোক এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এরপর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তার মরদেহ রোমের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়, যেখানে প্রায় আড়াই লাখ মানুষ তাকে শ্রদ্ধা জানান।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় সেইন্ট পিটার্স স্কয়ারে পোপের শেষকৃত্যের আনুষ্ঠানিক প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। এরপর একটি বিশেষ গাড়িতে করে কফিন নিয়ে যাওয়া হয় সান্তা মারিয়া মাজোরে গির্জায়। সেখানে কার্ডিনাল চেম্বারলেইন কেভিন জোসেফ ফারেলের নেতৃত্বে সমাধিস্থ করা হয় তাকে।

পথে কফিন বহনের সময় রোমের রাজপথজুড়ে প্রায় দেড় লাখ মানুষ তাকে বিদায় জানাতে জড়ো হন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, পুরো অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন অংশে অংশগ্রহণ করেন অন্তত চার লাখ মানুষ।

ভ্যাটিকান জানিয়েছে, রোববার সকাল থেকে পোপ ফ্রান্সিসের সমাধি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন