কুষ্টিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটির তত্ত্বাবধানে এ সভা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) কোর্টপাড়ার মনোয়ারা আজমত আলী কলেজ মিলনায়তনে সভায় কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ্ উদ্দিন। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক ও পুলিশ লাইন স্কুল ও কলেজের অধ্যাপক মোঃ ফজলুল ওয়াহিদ (লিংকন)।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মীর আব্দুল করিম কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারুণ অর রশিদ।
সভায় নিজেদের মতামত ব্যক্ত করে সংগঠনকে আরও গতিশীল করতে পরামর্শ দেন বক্তারা। বক্তব্য রাখেন অধ্যাপক আব্বাস আলী, অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক আলমগীর হোসেন, বিএনপি নেতা আব্দুল মজিদ, প্রবীর কুমার বিশ্বাস, অধ্যাপক মাহফুজুল আলম, মোঃ রোকানুজ্জামান সাজু, মোঃ সাহেদ আহমেদ, আরব আলী, অধ্যাপক হারুন অর রশিদ, প্রভাষক হারুণ, স ম সরওয়ার, মোঃ রকিবুল হাসান, আব্দুর রউফস সেখসহ আরও অনেকে।
২৩৪ বার পড়া হয়েছে