সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হিল ম্যারাথন

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ২১.১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন।

শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় শহরের রাজার মাঠ থেকে শুরু হয়ে সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে পুনরায় রাজার মাঠে ফিরে এ প্রতিযোগিতা শেষ হয় সকাল ১০টায়।

বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম এবং বান্দরবান হিল রানার্সের যৌথ আয়োজনে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান সেনা রিজিয়ন, সদর সেনা জোন, জেলা প্রশাসন ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং গ্রীন মিলিয়োর সার্বিক সহযোগিতায় আয়োজিত হয় এ ব্যতিক্রমধর্মী আয়োজন।

উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা ও নাসির উদ্দিন। প্রায় ৩০০ প্রতিযোগী ম্যারাথনে অংশ নেন এবং বান্দরবান-চট্টগ্রাম সড়ক ধরে দীর্ঘ ২১.১ কিলোমিটার পথ পাড়ি দেন।

পুরুষদের বিভাগে বিজয়ীরা
জাতীয় পর্যায়ে (অল বাংলাদেশ) প্রথম স্থান অর্জন করেন মৌলভীবাজারের কুলাউড়া থানার আশরাফুল আলম। তিনি ১ ঘণ্টা ২২ মিনিটে দৌড় শেষ করেন। দ্বিতীয় হন খুলনার পলাশ শেখ (১ ঘণ্টা ২৮ মিনিট) এবং তৃতীয় স্থান অর্জন করেন সুনামগঞ্জের রায়হান উদ্দিন (১ ঘণ্টা ৩০ মিনিট)। আশরাফুল আলম এর আগে ১৩০টির বেশি দেশি-বিদেশি ম্যারাথনে অংশ নিয়েছেন এবং ভারতে ৪২ কিলোমিটার ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন।

বান্দরবান জেলার মধ্যে প্রথম হন আব্দুল্লাহ আল নোমান, যিনি সময় নেন ১ ঘণ্টা ৪০ মিনিট। দ্বিতীয় স্থান অর্জন করেন আথুইমং মারমা এবং তৃতীয় হন মো. আরিফ (সময় ২ ঘণ্টা ১৪ মিনিট)। চট্টগ্রাম বিভাগে সেরা হন মো. আব্দুল আলিম (সময় ২ ঘণ্টা ৪৫ মিনিট)।

নারী বিভাগের অংশগ্রহণ
নারীদের মধ্যে অংশ নেন ৮ জন। সাধারণ নারীদের মধ্যে প্রথম হন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি মোসা. রুমানা আক্তার। তিনি ৩ ঘণ্টা ৪৮ মিনিটে দৌড় শেষ করেন। প্রথমবারের মতো পাহাড়ি এলাকায় দৌড়ালেন জাগো ফাউন্ডেশনের সহকারী শিক্ষক কলি চৌধুরী।

বয়সের বাঁধা টপকে
ম্যারাথনের সবচেয়ে বয়স্ক প্রতিযোগী ছিলেন ৭৮ বছর বয়সী গাজীপুরের আব্দুল জব্বার ভূঁইয়া। তিনি এর আগে দেশের বিভিন্ন এলাকায় ৪২ বার ম্যারাথনে অংশ নিয়েছেন। এটি ছিল তার দ্বিতীয় হিল ম্যারাথন।

পুরস্কার বিতরণ ও আয়োজক বক্তব্য
দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, নাসির উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম, অধ্যাপক মো. ওসমান গণি, বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি অংচ মং মারমা এবং মো. সোহেল প্রসুখ।

ম্যারাথন পরবর্তী মেডেল ও নাস্তা বিতরণে দায়িত্ব পালন করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ছমিরা আক্তার শিরিনসহ সংগঠনের প্রায় বিশজন স্বেচ্ছাসেবক।

শান্তির বার্তা নিয়ে ম্যারাথন
আয়োজক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ছমিরা আক্তার শিরিন বলেন, “বান্দরবান হিল ম্যারাথন ২০২৫ শুধু একটি দৌড় নয়, এটি শান্তি, পর্যটন ও পরিবেশ রক্ষার আন্দোলন। আমাদের আহ্বান— ‘দৌড়ান, পরিবেশ রক্ষা করুন, বান্দরবানকে পরিচিত করুন।’”

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন