সর্বশেষ

আন্তর্জাতিক

জীবনের ঝুঁকি নিয়ে শত মানুষের প্রাণ বাঁচালেন দুই বোন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জঙ্গি হামলার আতঙ্কে যখন থমথম করে কাশ্মীরের বৈসরন উপত্যকা, তখন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দুই কাশ্মীরি বোন—রুবিনা ও মুমতাজ।

জীবনের ঝুঁকি নিয়েও শতাধিক পর্যটকের প্রাণ বাঁচিয়ে নজির গড়লেন এই দুই গাইড।

মঙ্গলবার, দুপুরের দিকে বৈসরন ইকো পার্ক এলাকায় আচমকা জঙ্গিদের হামলায় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। গুলির শব্দে পর্যটকদের মধ্যে হাহাকার শুরু হয়। অনেকেই দিশেহারা হয়ে পড়েন, বিশেষ করে শিশু ও বয়স্করা।

ঘটনার সময় ওই এলাকাতেই চেন্নাই থেকে আসা একটি পর্যটক দলের গাইড হিসেবে কাজ করছিলেন রুবিনা ও মুমতাজ। আতঙ্কের মধ্যেও দ্রুত সিদ্ধান্ত নেন তারা—পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। নিজের জীবনকে উপেক্ষা করে, পাহাড়ি পথ আর জঙ্গলের ভেতর দিয়ে তারা প্রথমে একটি দলকে নিজেদের বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় হোটেলের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন।

সাহসিকতার এই কাজ তারা একবার নয়, বারবার করেছেন। একাধিকবার ফিরে গিয়ে আরও কয়েকটি দলকে একইভাবে নিরাপদ স্থানে পৌঁছে দেন। শুধু পথ দেখানো নয়, পর্যটকদের আতঙ্ক কাটিয়ে তাদের মানসিকভাবে সাহস জোগানোতেও ছিলেন সক্রিয়। আতঙ্কিত শিশুদের কোলে নিয়ে সান্ত্বনা দিয়েছেন, বয়স্কদের ধরে ধরে পাহাড়ি পথ পেরিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছেন।

রুবিনা, যিনি 'কাশ্মীরের খরগোশ কন্যা' নামেও পরিচিত, বলেন—“সেই সময় নিজের কথা ভাবার সুযোগই ছিল না। সবাই শুধু বলছিল, ‘আমাদের বাঁচাও।’ আমরা সেই আর্তনাদের জবাব দিতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি।”

এই দুই বোনের সাহসিকতা এখন দেশজুড়ে প্রশংসিত হচ্ছে। সাধারণ গাইডের ভূমিকায় থাকা রুবিনা ও মুমতাজ হয়ে উঠেছেন রক্ষাকর্তা। সংকটের মুহূর্তে যে কাশ্মীর শুধু আতঙ্কের নয়, মানবিকতারও, তারই নিদর্শন রাখলেন এই দুই সাহসিনী।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন