সর্বশেষ

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্বের শতাধিক দেশের নেতৃবৃন্দের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইস্টার সানডের পরদিন প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান শনিবার শুরু হয়েছে ভ্যাটিকানের সেইন্ট পিটার’স চত্বরে।

এই মহিমান্বিত অনুষ্ঠানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়া ফিউনারেল মাস পরিচালনা করেন ৯১ বছর বয়সী ইতালিয়ান পুরোহিত জিওভান্নি বাত্তিস্ত রে। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের অধিকাংশই কালো পোশাকে ছিলেন, যা অনুষ্ঠানটির ভাবগম্ভীর পরিবেশকে আরও গভীর করে তোলে।

পোপ ফ্রান্সিস, যিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন এবং ৮৮ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন, ছিলেন ক্যাথলিক চার্চের প্রথম অ-ইউরোপীয় পোপ গত ১৩০০ বছরে। প্রায় ১২ বছরের পোপত্বকালে তিনি দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরব ভূমিকা পালন করেছেন।

শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে আসা বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি, ফিলিপিন্স, পোল্যান্ড, জার্মানি, আর্জেন্টিনা ও গ্যাবনের প্রেসিডেন্ট, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্যরা।

ভ্যাটিকান জানিয়েছে, পোপের মরদেহকে শ্রদ্ধা জানাতে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় আসেন। শনিবার তার কফিনটি ব্যাসিলিকার মূল দরজা দিয়ে বাইরে আনা হয় এবং প্রার্থনা অনুষ্ঠানে এক পাশে বিদেশি অতিথিরা ও অপর পাশে কয়েকশ লাল টুপি পরা কার্ডিনাল উপস্থিত ছিলেন।

আনুমানিক দেড় ঘণ্টা ব্যাপী এই প্রার্থনাসভা শেষে পোপ ফ্রান্সিসের মরদেহ সান্তা মারিয়া ম্যাগিওরে ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হবে। তার মৃত্যুর পর শুরু হবে ৯ দিনের শোক, যার পরবর্তী ধাপে শুরু হবে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন