সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় ট্যালেন্ট স্কলারশীপ ২০২৪ সনদপত্র বিতরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় প্রাইভেট স্কুল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ট্যালেন্ট স্কলারশীপ ২০২৪-এর সনদপত্র বিতরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া ব্লু বার্ড ইন্টারন্যাশনাল স্কুলে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা ইশা হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জালাল খান। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা মাহমুদ।

বক্তব্যে তিনি বলেন, প্রাইভেট স্কুল সোসাইটি অব বাংলাদেশ জেলা ছাড়িয়ে আরও বিস্তৃতি লাভ করবে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পড়ার উপর গুরুত্ব আরোপ করতে হবে, তিনি শ্রেণি শিক্ষকদের পড়ানোর ক্ষেত্রে আরো আন্তরিক হতে আহ্বান জানান।

জানা যায়, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ট্যালেন্ট স্কলারশীপ পরীক্ষায় মোট ৭৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪৩ জন, সাধারণে ৮৮ জন এবং বিশেষ গ্রেডে ৬২ জনসহ মোট ১৯৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, জিনিয়াস ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন, ক্যাডেট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক নাসরিন তানজিমা এবং আলিফ একাডেমির প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন।

শিক্ষাক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণের আওতায় আসার বিষয়ে গুরুত্বারোপ করা হয়, যাতে কোন প্রতিষ্ঠান খেয়াল খুশি মতো পরিচালনা করা না যায়।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি উদ্দীপক ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হিসেবে ছিল।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন