জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের প্রতিনিধি দল

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
দলটির নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
অন্যদিকে, ঐকমত্য কমিশনের পক্ষে সংলাপে অংশ নেন কমিশনের কো-চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ, বদিউল আলম মজুমদার, সৈয়দ ইফতেখারুজ্জামান, মনির হায়দারসহ অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের অধীনে গৃহীত রাষ্ট্রীয় সংস্কার পরিকল্পনা নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে গত ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে ইতোমধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে কমিশন।
১২১ বার পড়া হয়েছে