সর্বশেষ

আন্তর্জাতিক

কাশ্মীরে আবারও গোলাগুলিতে উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

এ ঘটনার জেরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার রাত ১২টার দিকে পাকিস্তানি বাহিনী ‘উসকানিমূলকভাবে’ হালকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়, যার জবাবে ভারতও পাল্টা গুলি চালায়। ভারতের দাবি, বৃহস্পতিবার রাতেও অনুরূপভাবে পাকিস্তান থেমে থেমে গুলি ছুড়েছিল। তবে এসব ঘটনায় ভারতীয় বাহিনীর কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

কাশ্মীর পুলিশের ভাষ্য অনুযায়ী, ২২ এপ্রিলের হামলায় অংশ নেয়া তিন হামলাকারীর মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। তবে পাকিস্তান হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে।

হামলার পর দুই দেশই পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে, অন্যদিকে ভারত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দুই দেশই এই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে এবং এ নিয়ে এর আগেও তিনটি যুদ্ধ হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণরেখায় মাঝে মাঝেই গোলাগুলির ঘটনা ঘটে থাকে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন