সর্বশেষ

জাতীয়

পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অধ্যাপক ইউনূস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় শুক্রবার তিনি সেখানে উপস্থিত হন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় মর্যাদায় পোপ ফ্রান্সিসের মরদেহ ব্যাসিলিকায় রাখা হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্টজনেরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পোপ ফ্রান্সিস ছিলেন অধ্যাপক ইউনূসের কাজের একনিষ্ঠ ভক্ত। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তাঁর ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গি—শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য এবং শূন্য কার্বন নিঃসরণ—পোপ বরাবরই সাধুবাদ জানাতেন।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ও অধ্যাপক ইউনূস যৌথভাবে ভ্যাটিকানে ‘তিন শূন্য উদ্যোগ’ শুরু করেছিলেন, যা বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়ের লক্ষ্যে কাজ করছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন