সর্বশেষ

আইন-আদালত

বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩ হাজার ২৫৮ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে মোট ১৩ হাজার ২৫৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেন মোট ৪০ হাজার ৬২৭ জন। উত্তীর্ণ প্রার্থীরা আগামীতে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আইনজীবী হিসেবে সনদ লাভের জন্য প্রার্থীদের তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়— এমসিকিউ, লিখিত এবং ভাইভা। আইনে স্নাতক ডিগ্রি অর্জনের পর একজন অভিজ্ঞ আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দেওয়ার মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়। ইন্টিমেশন জমার পর ছয় মাস পূর্ণ হলে প্রার্থীরা এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারেন। পরবর্তীতে সফলভাবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বার কাউন্সিলের আইনজীবী সনদ লাভ করা যায়।

সনদ প্রাপ্তির পর সংশ্লিষ্ট জেলা বারে যোগদানের মাধ্যমে প্রার্থীরা আইন পেশায় যাত্রা শুরু করতে পারেন।

বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল এই পুরো প্রক্রিয়া পরিচালনা করে থাকে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন