সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) দিনব্যাপী এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় সরোয়ার আলম (৩৫) নামে এক শ্রমিককে চাপা দেয় ঢাকাগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই সরোয়ারের মৃত্যু হয়। তিনি কক্সবাজার জেলার পেকুয়া থানার বাসিন্দা এবং বাঁশবাড়িয়ার ইউনিটেক্স স্পিনিং মিলে মেইন্টেন্যান্স সেকশনে কর্মরত ছিলেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মচিন্দ্রলাল ত্রিপুরা জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে পড়া চালককে উদ্ধার করি।”

একইদিন সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরার ইলিয়াছ পেট্রোল পাম্প এলাকার একটি চায়ের দোকানে নাশতা করছিলেন মো. আবসার আলী (৫৩)। এ সময় আরেকটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে এবং চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, সকাল ১১টার দিকে মিরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামের এক ব্যবসায়ী প্রাণ হারান। তিনি স্থানীয় খৈয়াছরা ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া গ্রামের হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিটি দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন