গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন।
শুক্রবার এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৩৯ জনে। আহত হয়েছেন মোট ১ লাখ ১৭ হাজার ৪১৬ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপে আটকে আছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। রাস্তায় পড়েও আছে অনেক মরদেহ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের একটি চুক্তি কার্যকর হলেও ১৮ মার্চ ইসরায়েল হঠাৎ গাজায় বিমান হামলা চালায়। ওই অভিযানে ২ হাজার ৬২ জন নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হন।
এদিকে, গাজায় চলমান সংঘাত ও হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।
১০৬ বার পড়া হয়েছে