নড়াইলে শিশুদের চিত্রকর্মে গ্রামীণ জীবনের ছোঁয়া

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইল শহরের রূপগঞ্জের বাঁধাঘাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী শিশু চিত্রকলা প্রদর্শনী ও প্রতিযোগিতা।
শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় শিল্প সংগঠন ‘চারুনীড়’-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় জেলার অর্ধ শতাধিক শিশু শিল্পী।
অস্থায়ীভাবে তৈরি করা গ্যালারিতে স্থান পায় শিশুদের আঁকা গ্রামীণ জীবনের নানা চিত্র। প্রদর্শনীর ছবিগুলোতে উঠে আসে নবান্ন উৎসব, ধান কাটা, জেলে পল্লীর জীবন, পালকিতে বিয়ে, গরুর গাড়ি, শীতের পিঠা তৈরি, বিভিন্ন প্রজাতির পাখি, ও পাতাহীন গাছে ফুটে থাকা শিমুল-পলাশ ফুলের মতো নানান অনবদ্য দৃশ্য।
চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়া শিশু শিল্পী সাদিয়া মুন্নী জানায়, “ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। আমি মায়ের সঙ্গে এখানে এসেছি। এখন একটি ছবিতে রং করছি যেখানে নববধূকে পালকিতে করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।”
একইভাবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আকাশ বিশ্বাস জানায়, “আমি এখানে ছবি আঁকতে এসেছি। আমার আঁকা একটি ছবি প্রদর্শনীতে জায়গা পেয়েছে। আজ যে ছবি আঁকছি, তাতে রয়েছে গাছ, ঘর, আর একজন কৃষক ধান মাথায় করে বাড়ি ফিরছেন।”
চারুনীড়-এর পরিচালক নাজমুল হাসান লিজা বলেন, “বাচ্চারা অনেক সময় প্রতিযোগিতার জন্য ছবি আঁকে, কিন্তু পুরস্কার না পেলে তাদের ছবি তেমনভাবে প্রদর্শিত হয় না। আমরা চাই, প্রতিটি শিশুর আঁকা ছবি যেন দেখা হয়, তারা যেন আনন্দ পায় ও উৎসাহিত হয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারুনীড়ের সদস্য আসাদুর রহমান, সাগর সেন, আশিষ রায়, অর্পিতা পালসহ স্থানীয় শিল্পপ্রেমীরা।
১১৫ বার পড়া হয়েছে