সর্বশেষ

শিক্ষা

কুয়েটের উপাচার্য ও সহউপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্য মুহাম্মদ মাছুদ এবং সহউপাচার্য শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অব্যাহতির পর তাঁরা নিজ নিজ বিভাগে ফিরে যাবেন।

এর আগে বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি এবং সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে উপাচার্য ও সহউপাচার্যকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুতই সার্চ কমিটি গঠন করে এ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে নিতে জ্যেষ্ঠ কোনো অধ্যাপককে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে বলেও জানায় শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে এক সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ওই দিন সিন্ডিকেট সভায় কুয়েটে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা ১৩ এপ্রিল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভায় ১৮ ফেব্রুয়ারির ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নামেন এবং উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবি করেন।

শেষ পর্যন্ত, শিক্ষার্থীদের দাবির মুখে দুই শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাকে সরিয়ে দিল সরকার।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন