সর্বশেষ

সারাদেশ

যশোর সীমান্তে বিজিবি'র অভিযানে বিপুল চোরাই মালামাল জব্দ, আটক ১

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল 
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল 

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা, শাড়ি, কিটনাশক, ওষুধ, মাছের খাদ্য, লোহার কুচি এবং কসমেটিকসসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় একজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন যশোর জেলার চৌগাছা থানার আড়সিংড়ী গ্রামের মৃত জোডন মণ্ডলের ছেলে আব্দুল লতিফ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিজিবির বেনাপোল, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহল দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৪,৮২,৪০০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষায় মাদক ও চোরাচালান দমনে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন