সর্বশেষ

সারাদেশ

শিবালয়ে কলার ঝোপে মিলল সরকারি ওষুধ, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

মো: সোহেল রানা, মানিকগঞ্জ
মো: সোহেল রানা, মানিকগঞ্জ

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পেছনে কলার ঝোপে পড়ে থাকতে দেখা গেছে সাধারণ রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এ্যামলোডিপিন নামক ওষুধের শত শত পাতা পড়ে থাকতে দেখা যায়, যা ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগ থাকলেও, এইভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়া তাদের হতবাক করেছে। একজন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, “পূর্ব সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অনেক কর্মচারী এখনো দায়িত্বে আছেন। তারা হয়তো বর্তমান সরকারকে বিব্রত করতে এমন কাজ করছেন।”

এ বিষয়ে শিবালয় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মো. আবুল কাশেম জানান, “চাহিদা ছিল ২০–২২ হাজার পিস, কিন্তু বরাদ্দ আসে ৫০ হাজার। ফলে অতিরিক্ত কিছু ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে। কিছু ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে, কিছু এখনও কয়েকদিন বাকি ছিল। রোগীদের ক্ষতির আশঙ্কায় সেগুলো ফেলে দেওয়া হয়।”

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকলে নিয়ম অনুযায়ী তিন থেকে ছয় মাস আগেই লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হয়। কিন্তু সংশ্লিষ্ট ফার্মাসিস্ট এমন কোনো চিঠি দেননি বলেও দাবি তাদের।

এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমান বলেন, “দীর্ঘদিন আগের বরাদ্দ হওয়ায় ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়েছে। তবে নতুন ওষুধ সরবরাহ ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন