সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত: পাকিস্তানে পানি প্রবাহ বন্ধে পরিকল্পনায় ভারত

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৫:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারত পাকিস্তানে সিন্ধু নদীর পানি প্রবাহ পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে।
শুক্রবার দেশটির জলশক্তিমন্ত্রী সিআর পাতিল মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, পাকিস্তানে যেন ‘এক ফোঁটা পানিও না যায়’, সেই লক্ষ্যেই একাধিক পর্যায়ের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
জম্মু-কাশ্মিরের পেহেলগ্রামে সম্প্রতি এক সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে ভারত এই কড়া অবস্থান নেয়। দিল্লির দাবি, হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারত ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করে।
যদিও বর্তমানে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করার মতো প্রয়োজনীয় অবকাঠামো ভারতের নেই, তথাপি সরকার জানিয়েছে, এটি একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ। জলশক্তিমন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে এ নিয়ে একটি রোডম্যাপ চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, “সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি তিন ধাপের পরিকল্পনা তৈরি করেছে। শিগগিরই ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ অন্যদিকে সরিয়ে দেওয়া হবে।”
এদিকে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি পানি প্রবাহ বন্ধের চেষ্টা করে, তাহলে তারা সেটিকে ‘যুদ্ধ ঘোষণার সমতুল্য’ বলে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কাশ্মির হামলা ইস্যুতে ভারতের সর্বদলীয় বৈঠকেও উঠে আসে সিন্ধু চুক্তি স্থগিতের প্রসঙ্গ। বিরোধীরা প্রশ্ন তোলে, বর্তমানে ভারত যেখানে পানি প্রবাহ বন্ধ করতে অক্ষম, সেখানে চুক্তি স্থগিতের তাৎপর্য কী? জবাবে সরকার জানায়, এটি মূলত একটি কঠোর বার্তা, যাতে বোঝানো যায় সরকার ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
১০৪ বার পড়া হয়েছে