সর্বশেষ

জাতীয়

সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ শুক্রবার (২৫ এপ্রিল) দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিহীন দিন কেটেছে। গরমে নাজেহাল মানুষ, বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে চলেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই তাপপ্রবাহ আরও একদিন স্থায়ী হতে পারে, তবে রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

রাজশাহী ছিল আজ দেশের সবচেয়ে উষ্ণ অঞ্চল। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি তাপপ্রবাহের আওতায় পড়ে। এছাড়া যশোরে ৩৮.২, ঈশ্বরদীতে ৩৮, সিরাজগঞ্জে ৩৭.২, চুয়াডাঙ্গায় ৩৬.৮, বগুড়ায় ৩৬.৫ এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রির মধ্যে থাকে, তবে সেটিকে ‘মৃদু তাপপ্রবাহ’ বলা হয়। ৩৮ থেকে ৩৯.৯ হলে তা ‘মাঝারি’ এবং ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে ‘তীব্র তাপপ্রবাহ’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, রাজধানী ঢাকায় আজ কিছুটা স্বস্তি মিলেছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় এক ডিগ্রি কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। এতে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন