কাশ্মিরে হামলার ঘটনায় উত্তেজনা, ভারতের অভিযোগ অস্বীকার পাকিস্তানের

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র—ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে।
হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত, তবে ইসলামাবাদ এই অভিযোগ স্পষ্টভাবে নাকচ করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছেন, এই হামলা ‘পরিকল্পিত’ এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’—যা ভারতের পক্ষ থেকেই সাজানো হতে পারে বলে তাদের সন্দেহ। তবে তিনি এই দাবির পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেননি।
আসিফ বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি একটি সাজানো ঘটনা। পাকিস্তানের কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে এর কোনও সম্পৃক্ততা নেই। কাশ্মিরে যা ঘটছে, সেটি সম্পূর্ণভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।”
এছাড়াও, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের পদক্ষেপকে “শিশুসুলভ” বলে মন্তব্য করেন। তিনি বলেন, “ভারত প্রতিবারই পাকিস্তানকে দোষারোপ করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা এই অভিযোগের যোগ্য জবাব দেব।”
ভারতীয় কর্তৃপক্ষ বলছে, কাশ্মিরে এই হামলা পাকিস্তান-প্রভাবিত সন্ত্রাসীদের কাজ। তবে পাকিস্তান দাবি করছে, এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন, যার সঙ্গে রাষ্ট্রের কোনও সংশ্লিষ্টতা নেই।
প্রসঙ্গত, ১৯৮৯ সাল থেকে ভারত-শাসিত কাশ্মিরে স্বাধীনতার দাবিতে বিদ্রোহ চলছে। হাজার হাজার মানুষ—সাধারণ নাগরিক থেকে শুরু করে বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর সদস্য—এই সংঘাতে প্রাণ হারিয়েছেন।
১০৮ বার পড়া হয়েছে