বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ: আক্রান্তদের ৮৮ শতাংশই পার্বত্য দুই জেলায়

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ম্যালেরিয়া রোগে আক্রান্তদের বড় অংশই এখনো সীমিত কয়েকটি জেলায় সীমাবদ্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ পর্যন্ত দেশে ৬৪১ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে, যেখানে ২০২৩ সালে শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৯৯ জন।
এর মধ্যে বান্দরবান ও রাঙামাটিতেই শনাক্ত হয় ১১ হাজার ৫০১ জন, যা মোট আক্রান্তের প্রায় ৮৭ দশমিক ৮০ শতাংশ।
ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ, যা স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে মোট ৩৬ প্রজাতির অ্যানোফিলিস মশা রয়েছে, যার মধ্যে ৭টি প্রজাতি ম্যালেরিয়া ছড়াতে সক্ষম।
১৩ জেলায় ম্যালেরিয়ার প্রকোপ
দেশের ১৩টি জেলায় এখনো ম্যালেরিয়ার উচ্চ প্রাদুর্ভাব রয়েছে। এসব জেলার মধ্যে পার্বত্য অঞ্চল যেমন বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ছাড়াও রয়েছে সীমান্তঘেঁষা জেলা কক্সবাজার, চট্টগ্রাম, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রাম।
মৃত্যুর হার কমলেও সতর্কতা জরুরি
২০২৩ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান ৬ জন। এর আগের বছর ২০২২ সালে মারা যান ১৪ জন। যদিও আক্রান্তের হার কিছুটা কমেছে, বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি নির্মূল করতে এখনই জোরালো উদ্যোগ দরকার।
নির্মূলে সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্যোগ
সরকার ২০৩০ সালের মধ্যে দেশে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রতিরোধমূলক ওষুধ বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম ও গবেষণা চালানো হচ্ছে। বান্দরবানের লামা ও আলিকদম এলাকায় ১০০ গ্রামের মানুষকে ২৫টি দলে ভাগ করে চার ধরনের কার্যক্রম চালানো হচ্ছে।
বিশেষজ্ঞ ডা. এম এ ফয়েজ জানান, “ম্যালেরিয়ার দুটি প্রচলিত ওষুধ বিশ্বের কিছু দেশে অকার্যকর হয়ে উঠলেও, বাংলাদেশে এখনো এগুলো কার্যকর। সঠিক পরিকল্পনা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে নির্মূল সম্ভব।”
প্রধান চ্যালেঞ্জ: পার্বত্য অঞ্চলের জীবনধারা
ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. শ্যামল কুমার দাস জানান, বান্দরবান ও রাঙামাটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সীমান্তঘেঁষা দুর্গম এলাকা ও জুমচাষিদের চিহ্নিত করা। তারা মাসের পর মাস জঙ্গলে অবস্থান করেন, ফলে তাদের চিকিৎসা বা সচেতনতার আওতায় আনা কঠিন।
বিশ্ব ম্যালেরিয়া দিবস: ‘আমরাই করবো ম্যালেরিয়া নির্মূল’
ম্যালেরিয়া নির্মূলের এ প্রয়াসকে আরও গতিশীল করতে আজ ২৫ এপ্রিল, শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এ বছরের প্রতিপাদ্য– “আমরাই করবো ম্যালেরিয়া নির্মূল; নব উদ্যমে, নব বিনিয়োগে, নব চিন্তায়।”
১০৮ বার পড়া হয়েছে