সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে রেডিসন কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১২

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকার রেডিসন নামক একটি পোশাক কারখানায় ১৪ দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই সংঘর্ষ হয়।

দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে অন্তত চারজন পুলিশ সদস্য ও আটজন শ্রমিক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো আহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রেডিসন কারখানার শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা দাবি-দাওয়ার ভিত্তিতে অসন্তোষে ছিলেন। তবে বৃহস্পতিবার আন্দোলন উত্তপ্ত হয় মূলত চাকরিচ্যুত এক জেনারেল ম্যানেজার (জিএম)–এর পুনর্বহালের দাবিকে কেন্দ্র করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নিলেও জিএম–কে পুনরায় বহাল না করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে।

এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে উত্তেজিত শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষেই আহতের ঘটনা ঘটে।

পরিস্থিতি শান্ত করতে কারখানা কর্তৃপক্ষ দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন