বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সভা, সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সভা, সংবর্ধনা ও নতুন কমিটির বর্ণিল অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বৃহস্পতিবার বেলা ১১টায় এ অনুষ্ঠান আয়োজনের সূচনা করা হয়। এ অনুষ্ঠানের প্রথম পর্বে সাধারণ সভায় অতিথি ছিলেন, সাধারণ সভার সভাপতি ও কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হক রাজা, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাফিজ, সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী, অর্থ সম্পাদক জাফর আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম। এরপর কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র প্রধান উপদেষ্টা প্রয়াত খন্দকার রাশিদুল হক নবা, উপদেষ্টা ইহসানুল করিম হেলাল এবং কার্যনির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক সনৎ নন্দীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মূল আনুষ্ঠানিকতায় অর্থ সম্পাদক জাফর আহমেদ ২০২১-২৩ কার্যনির্বাহী পরিষদের অর্থ বিবরণী পেশ করেন। পরে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক আদিত্য শাহীন। এ পর্বে সাধারণ সদস্যরাও বক্তব্য রাখেন।
এরপর দ্বিতীয় পর্বে ২০২১-২৩ কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা ও অভিষেক উপ-কমিটির সদস্য সচিব রনজক রিজভী সবাইকে স্বাগত জানান। মঞ্চে ডেকে নেন, প্রধান অতিথি কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মোঃ শেখ সাদী, বিশেষ অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অব অপারেশন ও সাবেক সফল অধিনায়ক, কুষ্টিয়ার কৃতি সন্তান কাজী হাবিবুল বাসার, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর আদিত্য শাহীন, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীনকে। এই সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া প্রধান অতিথি কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মোঃ শেখ সাদীর হাতে ক্রেস্ট তুলে দেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি রেজোয়ানুল হক রাজা। বিশেষ অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অব অপারেশন ও সাবেক সফল অধিনায়ক, কুষ্টিয়ার কৃতি সন্তান কাজী হাবিবুল বাসারের হাতে ক্রেস্ট তুলে দেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক আদিত্য শাহীন। কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীনের হাতে ক্রেস্ট তুলে দেন কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ জেয়াদ।
স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও অভিষেক উপ-কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। এরপর কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কমিশনার সিনিয়র সাংবাদিক মো. খাদেমুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক রেজাউর রহমান রিজভী। এরপর বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাফিজ, সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী সদস্য এম সহিদুল ইসলাম। এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অব অপারেশন ও সাবেক সফল অধিনায়ক কাজী হাবিবুল বাসার। অতিথিদের বক্তব্য শেষে মাইকে এসে প্রধান অতিথির বক্তব্য দেন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি মোঃ শেখ সাদী।
এরপর কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র প্রধান উপদেষ্টা প্রয়াত খন্দকার রাশিদুল হক নবার পক্ষে সম্মাননা গ্রহণ করেন ভাতিজা আরিফ হক। এছাড়া, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র উপদেষ্টা প্রয়াত ইহসানুল করিম হেলাল এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী সদস্য প্রয়াত প্রবীণ সাংবাদিক সনৎ নন্দীর সম্মাননা পাঠানোর ঘোষণা করা হয়।
স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র ২০২১-২৩ কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজোয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক আদিত্য শাহীন, সিনিয়র সহ সভাপতি মাহমুদ হাফিজ, সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রায়, অর্থ সম্পাদক জাফর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনজক রিজভী, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজ্জীনা তনু, নির্বাহী কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন, সহিদুল ইসলাম, মহসিন আশরাফ, মুন্সি তরিকুল ইসলাম, আতিক হেলাল, আব্দুল্লাহ জেয়াদ, আবু বকর সিদ্দিক ও মো. তাজবীর হোসাইনকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীন। নতুন কমিটির শপথ গ্রহণ করেন, দৈনিক সময়ের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক এইমাত্র ডটকম-এর সম্পাদক ও প্রকাশক রনজক রিজভী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী (দেশতথ্য), সহ-সভাপতি ফরহাদুল ফরিদ (নিউজ টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম (এইমাত্র), অর্থ সম্পাদক জাফর আহমদ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব (অধিকার), দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মোহনা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয় (জনকণ্ঠ), মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজ্জীনা তনু (এটিএন নিউজ)।
নির্বাহী সদস্য আতিক হেলাল (গ্লোবাল টেলিভিশন), মাহমুদুল করিম চঞ্চল (ক্লাইমেট চ্যানেল), আব্দুল্লাহ জেয়াদ (দিনকাল), শাজাহান আকন্দ শুভ (আমাদের সময়), ফারুক হোসেন (দেশটিভি), মহসিন আশরাফ (মাছরাঙা), মোঃ জাহিদুজ্জামান (দেশটিভি), ওয়াহিদ আহমেদ উজ্জল (বিটিভি), জহির মুন্না (চ্যানেল আই), সাবিনা ইয়াসমিন (প্রথম আলো)।
সবশেষে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র ২০২১-২৩ কার্যনির্বাহী পরিষদের বিদায়ী সভাপতি রেজোয়ানুল হক রাজা। এরপর নতুন কমিটির ফটোসেশনে প্রধান অতিথিসহ সকল অতিথিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
৪০২ বার পড়া হয়েছে