সর্বশেষ

সারাদেশ

আত্মগোপনে থাকা মিজানুর রহমান উদ্ধার, অপহরণ মামলা নিয়ে নতুন মোড়

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ‘অপহৃত’ দেখানো মিজানুর রহমান সরদারকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

মিজানুর রহমান সরদার (৫৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র।

পুলিশ জানায়, চলতি বছরের ১০ জানুয়ারি সকালে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে—এমন অভিযোগে মিজানুরের মেয়ে শারমীন আক্তার রিমা একটি মামলা দায়ের করেন। মামলায় তিনজন চাচা ও একজন চাচির বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ আনা হয় (মামলা নং-৪৩, তারিখ: ২৬/০২/২৫, ধারা-৩৬৪/৩৪ পেনাল কোড)।

তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, একই ধরনের অভিযোগে মিজানুরের ভাই মো. মঞ্জুর সরদারও আরেকটি মামলা করেন, যেখানে অভিযুক্তদের মধ্যে চারজন পুলিশ সদস্যসহ মোট ২৪ জনের নাম রয়েছে (মামলা নং-৮০৯/২৪, তারিখ: ২৫/০৭/২৪, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৭/৩৪)। মামলাটি বর্তমানে পিবিআই সাতক্ষীরার তদন্তাধীন।

এএসপি মুকিত হাসান জানান, তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিজানুর রহমানকে বুধবার ভোররাতে তালা উপজেলার দুদলী গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে জীবিত উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান পুলিশকে জানান, পারিবারিক কলহ ও জমি নিয়ে বিরোধের কারণে তিনি চুয়াডাঙ্গায় আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি তালার দুদলী গ্রামে ফিরে আসেন। আত্মগোপনের সময়ই তার ভাই ও মেয়ে পৃথক দুটি অপহরণ মামলা দায়ের করেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, সদর থানার ওসি শামিনুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, ঘটনার গভীরে যেতে তদন্ত অব্যাহত রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন