সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ৪ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ, রাসায়নিক মেশানো আম ধ্বংস

 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৭০টি ক্যারেটে রাখা গোবিন্দভোগ ও হিমসাগর জাতের আম জব্দ করা হয়, যার মধ্যে কিছুতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ মেলে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, এবং উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ ক্যারেট (প্রায় ২৩০ কেজি) রাসায়নিক মেশানো আম সাতক্ষীরা পৌরসভা এলাকায় গাড়ির চাকায় ফেলে ধ্বংস করা হয়। বাকি ১৬০ ক্যারেট (প্রায় সাড়ে ৩ হাজার কেজি) রাসায়নিকমুক্ত আম ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, জেলার খ্যাতনামা আম রাজধানী ঢাকায় সরবরাহের জন্য ট্রাকে করে পাঠানোর চেষ্টা চলছিল, যার মধ্যে কিছু আমে রাসায়নিক ব্যবহার করে পাকানো হয়। এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “সাতক্ষীরার আম দেশের বাজারে সুপরিচিত। কিন্তু কিছু অসাধু চক্র রাসায়নিক প্রয়োগ করে আম পাকার চেষ্টা করছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেলা প্রশাসনের নির্ধারিত সময়ের আগেই আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য কঠোর নির্দেশনা রয়েছে।”

অভিযান চলাকালীন কাউকে আটক করা না গেলেও, পুলিশ জানিয়েছে—এ ধরনের কার্যক্রমে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন