চাটমোহরের পার্শ্বডাঙ্গায় জি.আর. চাল অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে জি.আর. চাল বরাদ্দে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের সাতটি ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দকৃত প্রায় সাড়ে ১১ মেট্রিক টন জি.আর. চাল আত্মসাতের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এসব প্রতিষ্ঠানের বৈধ কমিটিকে না জানিয়ে একটি অসাধু চক্র ভুয়া কমিটি গঠন করে সরকারি চাল উত্তোলন করে আত্মসাৎ করেছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের অনিয়ম চলে আসছে। সম্প্রতি বিষয়টি জনসমক্ষে এলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত চাল বা তার সমমূল্যের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা রিপন রহমান, ফায়সাল কবির, এস.কে. পান্না মামুন, আলহাজ্ব সাদেক আলীসহ আরও অনেকে।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনে তারা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়।
১২৩ বার পড়া হয়েছে