সর্বশেষ

আন্তর্জাতিক

কাশ্মির হামলার পর উত্তেজনা চরমে, পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান ভারতের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে ফের চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

হামলায় ২৫ জন ভারতীয় ও এক নেপালি নাগরিক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যেই ইস্যু করা সব ভারতীয় ভিসা আগামী ২৭ এপ্রিল থেকে বাতিল বলে গণ্য হবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা মেডিকেল ভিসাও ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। এরপর, ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত শিগগিরই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির প্রেক্ষিতে, ভারতের নাগরিকদের পাকিস্তান ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকার এবং যাঁরা পাকিস্তানে অবস্থান করছেন, তাঁদের দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কাশ্মির হামলার জেরে ভারত কেবল ভিসা বাতিলেই থেমে থাকেনি। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত, প্রধান স্থল সীমান্ত বন্ধ, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার, ইসলামাবাদ থেকে সামরিক উপদেষ্টার প্রত্যাহার এবং দুই দেশের হাইকমিশনে কর্মীসংখ্যা কমানোর মতো কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

উত্তপ্ত এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটিও (NSC) জরুরি বৈঠকে বসে ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন