সর্বশেষ

জাতীয়

ইসির আওতাভুক্ত জরুরি সংস্কার নিজেই করবে: সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, যেসব সংস্কার নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতার আওতায় এবং আশু বাস্তবায়নযোগ্য, সেগুলো কমিশন নিজেরাই সম্পন্ন করবে।

তবে রাজনৈতিক সংশ্লিষ্ট সংস্কারগুলোর জন্য জাতীয় ঐকমত্য প্রয়োজন বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন সিইসি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “সংবিধান ও আইন অনুযায়ী কমিশনের যে ক্ষমতা রয়েছে, তার ভিত্তিতেই আমরা আশু সংস্কারগুলো সম্পন্ন করব। তবে যেসব বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, তা কমিশনের একার পক্ষে করা সম্ভব নয়।”

সিইসি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির প্রস্তুতি জানতে চেয়েছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার। এ সময় ইসির প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ, আইনি সংস্কার, কেনাকাটাসহ নির্বাচনী ব্যবস্থার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় কীভাবে অগ্রগতি হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়।

অস্ট্রেলিয়া যে ইসিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে আগ্রহী, সেটাও বৈঠকে জানানো হয় বলে জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন