সর্বশেষ

শিক্ষা

কুয়েট শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, ভিসি-প্রোভিসি দায়মুক্ত

খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশনরত শিক্ষার্থীরা বুধবার দিবাগত রাত ১টার দিকে অনশন প্রত্যাহার করেছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান উপস্থিত থেকে শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান। পরে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক বিজ্ঞপ্তিতে জানান, কুয়েটের সাম্প্রতিক সংকট নিরসনের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অচিরেই একটি সার্চ কমিটির মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সময়ে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। পরদিন প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

পরে ২৫ ফেব্রুয়ারি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। আন্দোলন আরও তীব্র হয় যখন ১৪ এপ্রিল ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

চূড়ান্তভাবে, ২২ এপ্রিল বিকেল থেকে ২৯ শিক্ষার্থী এক দফা দাবিতে—উপাচার্যের অপসারণ—আমরণ অনশনে বসেন। সরকারের পক্ষ থেকে পাঠানো শিক্ষা উপদেষ্টা অনশন ভাঙাতে ব্যর্থ হলেও শেষপর্যন্ত সরকারের সিদ্ধান্তেই উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন