সর্বশেষ

শিক্ষা

কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অপসারণ প্রক্রিয়া শুরু, সার্চ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

বুধবার দিবাগত রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটে যাওয়া উত্তেজনাকর ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে একটি সার্চ কমিটি গঠন করে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার জেরে ২৫ ফেব্রুয়ারির সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

তবে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে ১৪ এপ্রিল রাতের জরুরি সিন্ডিকেট সভায় ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই বহিষ্কারাদেশ ও পূর্বের ঘটনাবলির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে ২২ এপ্রিল থেকে আমরণ অনশনে বসেন। অনশনে অংশ নেন মোট ২৯ জন শিক্ষার্থী। শিক্ষামন্ত্রীর উপদেষ্টা ঘটনাস্থলে গিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কুয়েট ভিসির পদত্যাগে একাত্মতা প্রকাশ করে।

উপাচার্য ড. মাছুদ আগে জানিয়েছিলেন, সরকারি নির্দেশ না আসা পর্যন্ত তিনি পদ ছাড়বেন না। অবশেষে সরকারই তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়।

১০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন