কাশ্মীরে হামলায় শোক প্রকাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোকবার্তায় তিনি এই জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এই বার্তার তথ্য জানান।
এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত শোকবার্তায় ড. ইউনূস লেখেন, ‘কাশ্মীরের পহেলগামে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা এই নির্মম ঘটনার তীব্র নিন্দা করছি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।’
এদিকে ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় নিরপরাধ মানুষ নিহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এই নিন্দা জানানো হয়।
জানা গেছে, গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসারনে বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলিবর্ষণ করে। এ হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের মধ্যে দুজন বিদেশি পর্যটক রয়েছেন—একজন সংযুক্ত আরব আমিরাত ও অন্যজন নেপালের নাগরিক।
হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের শ্রীনগরে পৌঁছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।
১০৬ বার পড়া হয়েছে