সর্বশেষ

বিনোদন

সমন্বয়ক নয়, ভাইরাল ভিডিওর নারীটি আসলে টিকটকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া তিনটি ভিডিও ঘিরে তৈরি হওয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক নারী, যাকে ‘রুবাইয়া ইয়াসমিন’ নামে পরিচিত একটি ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক হিসেবে উপস্থাপন করা হচ্ছিল।

ভিডিওগুলোতে দেখা যায়, ওই নারী ধূমপান ও মদ্যপান করছেন এবং একটি গাড়ির ভেতরে অবস্থান করছেন। এসব ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, ভাইরাল হওয়া ভিডিওগুলোতে থাকা নারী ‘রুবাইয়া ইয়াসমিন’ নন। ভিডিওগুলোতে যাকে দেখা গেছে, তিনি ‘Mx Juthi’ নামে পরিচিত এক টিকটক ব্যবহারকারী। তার টিকটক অ্যাকাউন্টে পাওয়া যায় এমন অনেক ভিডিও, যেগুলোর সঙ্গে ভাইরাল হওয়া ক্লিপগুলোর মিল রয়েছে।

‘Mx Juthi’ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জানান, তিনি কোনো ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত নন, বরং পাঁচ-ছয় বছর আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, মজার ছলে বান্ধবী মাহি এই ভিডিওগুলো ধারণ করে তা আপলোড করেছিলেন। পরবর্তীতে ভিডিওগুলো মুছে ফেললেও, তার আগেই সেগুলো ডাউনলোড করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এদিকে, 'রুবাইয়া ইয়াসমিন' নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক রয়েছেন— এমন কোনো তথ্যও বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান একটি ফেসবুক পোস্টে বলেন, “আজকে সারাদিন 'সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন' নামে যে গুজবটা ছড়ানো হলো সোশ্যাল মিডিয়াতে, না জেনে না বুঝে অনেকেই সেটাতে শামিল হয়েছেন। কিন্তু দিনশেষে যা পেলাম, সেটা পুরোপুরি ভিন্ন।”

সব মিলিয়ে এটি পরিষ্কার যে, ভাইরাল হওয়া ভিডিওগুলোর নারী রুবাইয়া ইয়াসমিন নন, বরং টিকটকে ‘Mx Juthi’ নামে পরিচিত এক তরুণী। এই ঘটনায় সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টিও নতুন করে ভাবনার জন্ম দিয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন