ডিএমপির গ্রেফতার নির্দেশনা স্থগিত, হাইকোর্টের আদেশ

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, এমন নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।
এর আগে, গত ১০ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক অফিস আদেশে জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত বা তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের আগে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, প্রমাণ হিসেবে ভিকটিম, বাদী, প্রত্যক্ষদর্শী, সাক্ষ্য, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড, স্থিরচিত্র, মোবাইল কললিস্ট (সিডিআর) ইত্যাদি থাকতে হবে।
এই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। আজ সেই রিটের শুনানি শেষে আদালত নির্দেশনার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেন।
১০৮ বার পড়া হয়েছে