সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করছে। চলতি মাসে প্রায় তিন হাজার ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে, যার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন চালকরা। এরই ধারাবাহিকতায় বুধবার তারা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে চালকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে সেটি রূপ নেয় সংঘর্ষে। একপর্যায়ে চালকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন, জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। চালকরা গলিতে ঢুকে আবারও প্রতিরোধ গড়ে তোলেন, ফলে সংঘর্ষ আরও জটিল আকার ধারণ করে।

এ ঘটনায় আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ছাড়াও সেনাবাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, “আমাদের আজ কোনো কর্মসূচি ছিল না। কিন্তু পুলিশের লাগাতার অভিযানে শ্রমিকরা বিপর্যস্ত। তিন হাজারের বেশি রিকশা জব্দ হওয়ায় জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। কোনো নীতিমালা ছাড়াই এসব রিকশা জব্দ করা হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না।”

অন্যদিকে, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “এখন কথা বলার পরিস্থিতি নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন