সর্বশেষ

বিনোদন

সৎমায়ের মামলায় ফেঁসেছেন শাওন, গ্রেফতারি পরোয়ানা জারি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৎ মা নিশি ইসলামের দায়ের করা শারীরিক নির্যাতনের মামলায় জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন, যা বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে প্রকাশ পায়।

মামলার অভিযোগে বলা হয়, শাওন তার বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎ মা নিশি ইসলামের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদও।

মঙ্গলবার আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য স্বীকার করেন যে, তৎকালীন অফিসার ইনচার্জের নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। তবে অভিযুক্ত শাওনসহ বাকি আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায়, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

মামলার বাদী নিশি ইসলাম আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায়বিচার চাই। শাওন তার প্রভাব খাটিয়ে আমাদের মারধর করেছে এবং মামলা প্রভাবিত করার চেষ্টা করেছে।”

মামলার বিবরণ অনুযায়ী, গত বছর শাওনের বাবা মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে নিশি ইসলামের সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে বিয়ে করেন। এ ঘটনা জানার পরই শাওনের আচরণে বিরূপতা দেখা দেয়। অভিযোগ রয়েছে, তিনি তার বাবাকে মানসিকভাবে অস্থির বানিয়ে একটি মানসিক হাসপাতালে আটকে রাখেন এবং তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সৎ মাকে ছয় মাস কারাবন্দি রাখেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে শাওনের আরও কিছু নিকট আত্মীয়ও রয়েছেন বলে জানান বাদী নিশি ইসলাম।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন