দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা, উপদেষ্টার আহ্বানেও সাড়া দিচ্ছে না

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৮:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে আজ বুধবার সরাসরি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
সকাল পৌনে ১০টার দিকে তিনি ক্যাম্পাসে এসে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবি শোনেন।
বেলা সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সি আর আবরার বলেন, “পরিস্থিতি এখন বেশ জটিল। গরমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, বিষয়টি আমাদের জন্য উদ্বেগজনক। গতকাল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দেবে। আমরা চাই, সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামোর মধ্যেই হোক এবং সুপারিশ হাতে পেলে দ্রুত কার্যকর করব।”
তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানালেও, আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, উপাচার্যের পদত্যাগ ছাড়া তারা অনশন থেকে সরে আসবেন না। একজন শিক্ষার্থী বলেন, “আমরা আমাদের এক দফা দাবিতে অনড়। ভিসি স্যার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।”
এ সময় শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশন ইস্যুর উদাহরণ টেনে বলেন, “সেখানে অনশন ভাঙানোর পর প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।” এ প্রসঙ্গে সি আর আবরার বলেন, “সেই পরিস্থিতির দায় আমার নয়। তবে আমি এখানে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে এসেছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, তদন্ত কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে।”
আলোচনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে স্লোগান দেন। এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীদের হলের তালা ভেঙে প্রবেশের ঘটনা ঘটে। এর আগে ১৫ এপ্রিল ছেলেদের ছয়টি হলেও তালা ভাঙেন আন্দোলনকারীরা।
১০৩ বার পড়া হয়েছে