সর্বশেষ

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত রাশিয়া, জবাব চায় কিয়েভের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনে চলমান যুদ্ধের মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।

এক দিনের ইস্টার যুদ্ধবিরতির পর শনিবার তিনি জানান, যুদ্ধবিরতি আরও বাড়ানোর বিষয়ে রাশিয়া আলোচনায় প্রস্তুত।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, “আমরা সবসময় যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে দেখি। এ কারণেই এ ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। শান্তি প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টার প্রতি মস্কো উন্মুক্ত, এবং কিয়েভ থেকেও একই ধরনের প্রতিক্রিয়া প্রত্যাশা করছি।”

সম্প্রতি একতরফাভাবে ঘোষণা করা ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর আবারও সংঘর্ষ শুরু হয়েছে। উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিরতির মেয়াদ ৩০ দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাঁর প্রস্তাবের জবাবে পুতিন বলেন, “এটি সতর্কতার সঙ্গে বিবেচনা করা হবে, এবং সম্ভাব্যভাবে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেও।”

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরে নিশ্চিত করেন যে, প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইউক্রেনে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানাবে। তবে পশ্চিমা কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, শান্তি আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়া-ইউক্রেন মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন