সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৬৬ জনে।

সর্বশেষ হামলায় আরও ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। মঙ্গলবার ও বুধবার একাধিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের আল-ডোরা শিশু হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া পুরো উপত্যকাজুড়ে চালানো হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৩২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানিয়েছে, চলমান আগ্রাসনে এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৯১ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, তবে উদ্ধারকারীরা এখনো অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন করে শুরু করা বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৪ হাজার ৯৫০ জন। এই হামলার মাধ্যমে চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে দেওয়া হয়েছে।

জাতিসংঘ বলছে, ইসরায়েলের এই দফায় আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ এই উপত্যকার ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন