কাশ্মিরে হামলার পরবর্তী অবস্থা: বিশ্ব নেতাদের নিন্দা ও সংহতি প্রকাশ

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জম্মু ও কাশ্মিরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৪ জন পর্যটক নিহত হয়েছেন। বিশ্বনেতারা এই হামালার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হামলায় নিহতদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন সবাই।
আহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে।
হামলাটি ঘটে পহেলগাম থেকে প্রায় তিন মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারণে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একটি পর্যটকবাহী বাস লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা নারী ও পুরুষ পর্যটকদের আলাদা করে পুরুষদের লক্ষ্য করে গুলি চালায়।
পুরুষদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা
হামলা থেকে বেঁচে ফেরা এক নারী জানান, বন্দুকধারীরা কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে আকস্মিকভাবে গুলি চালাতে শুরু করে। তিনি বলেন, “তারা স্পষ্টতই পুরুষদের লক্ষ্য করছিল, মহিলাদের গুলি করেনি। আমার স্বামী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।”
বিশ্বনেতাদের নিন্দা ও সংহতি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে “জঘন্য” আখ্যা দিয়ে বলেন, হামলাকারীদের কোনওভাবে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দ্রুত দিল্লি ফিরে আসেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেন এবং ভারতের পাশে থাকার বার্তা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, “এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভারত সরকারের পাশে আছে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এবং সংযুক্ত আরব আমিরাতও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
ভারতে অবস্থানরত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে লিখেছেন, “কাশ্মিরের এই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
নিরাপত্তা জোরদার, দিল্লি ও কাশ্মিরে কড়া নজরদারি
এই হামলার পর দিল্লি থেকে কাশ্মির পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। রাজধানীতে বিশেষ করে পর্যটন কেন্দ্র ও শহরের সীমান্তে কড়া তল্লাশি চালানো হচ্ছে।
কাশ্মির উপত্যকায় বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়েছে, তল্লাশি চলছে যানবাহনে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, হামলার প্রতিবাদে কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভও শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ছবি ও ভিডিও।
এখনো পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
১০৩ বার পড়া হয়েছে