খেলা
সিলেট টেস্টে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি বৃষ্টির কারণে। সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে গেছে।
বৃষ্টির বাধায় চতুর্থ দিনের খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা, অপেক্ষায় সিলেট

স্পোর্টস রিপোর্টার
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেট টেস্টে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি বৃষ্টির কারণে। সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে গেছে।
যদিও এখন বৃষ্টি থেমেছে, তবুও মাঠ খেলার উপযোগী হয়নি। ফলে নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু করা সম্ভব হয়নি।
পরবর্তী মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে, কবে নাগাদ খেলা শুরু করা যাবে।
এর আগে, তৃতীয় দিনও বৃষ্টির কারণে প্রথম সেশন বাতিল হয় এবং আলোক স্বল্পতায় আগেভাগেই দিনের খেলা বন্ধ হয়ে যায়। তখন দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ, যার ফলে স্বাগতিকরা ১১২ রানে এগিয়ে আছে। চতুর্থ দিনে খেলা শুরু হলে বাংলাদেশ দলকে এগিয়ে নিতে উইকেটে ফিরবেন নাজমুল হোসেন শান্ত (৬০ রান) ও জাকের আলী অনিক (২১ রান)।
বৃষ্টি না থামলে ম্যাচের ফলাফলের উপর প্রভাব পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর