সর্বশেষ

শিক্ষা

শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজ ২ দিন বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন সুলতানা হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস দুইদিনের জন্য স্থগিত করা হয়েছে, তবে অনার্স ও মাস্টার্স শ্রেণির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে, একই কারণে ঢাকা সিটি কলেজও দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন দুপুরের দিকে এই সিদ্ধান্ত জানান।

মঙ্গলবার দুপুরে সংঘর্ষের ঘটনায় সায়েন্সল্যাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে নিউ মার্কেটের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, দুই কলেজের মধ্যে সংঘর্ষ পূর্বশত্রুতার ফলস্বরূপ ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছে, তবে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেছেন, তাদের কলেজে অন্তত ২৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন